ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এসে যাচ্ছে। পোশাকে বৈশাখ উদযাপনের প্রস্তুতিও সম্পন্ন করেছে রঙ বাংলাদেশ।



এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানানো এবং বিশাল সংগ্রহ গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হলো ১৯ মার্চ (শনিবার) ২০১৬। ধানমণ্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স(বিলিয়া) অডিটোরিয়ামে বৈশাখী পোশাক উপস্থাপন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস সাংবাদিকদের সামনে এবারের বৈশাখী কালেকশন এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেন। বৈশাখ সংগ্রহের থিম বিশিষ্ট বাঙালি চিত্রকর যামিনী রায়ের অঙ্কনশৈলী। সেই সংগ্রহ সম্পর্কে সাংবাদিকদের জানান রঙ বাংলাদেশের ডিজাইনার মোহাম্মদ ফয়সাল।

এরপর বৈশাখ সংগ্রহ নিয়ে অডিওভিজু্যয়াল প্রেজেনটেশন দেয়া হয়। এই সংগ্রহ এবং রঙ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা মতামত তুলে ধরেন। সবশেষে ছিল এবারের বৈশাখ সংগ্রহের লাইভ উপস্থাপনা। এবারের বৈশাখের পোশাক পরে মডেলরা ক্যাটওয়াক করেন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।