ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পোশাকটি কী সুন্দর! না?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
পোশাকটি কী সুন্দর! না?

কত অভিনব আয়োজন! বিয়ের পোশাকটি এমন হলে মন্দ কী? ভাবছেন, বিশ্বে বহু দেশে বিয়েতে এমন পোশাকই পরা হয়। এটা নিয়ে বলার কী আছে?

আছে, একটি গোপন তথ্য।

আর এটাই আপনাদের জানাতে ইচ্ছে করছে। পোশাকগুলো কোনো কাপড়ের তৈরি নয়। তাহলে? এই সুন্দর পোশাকগুলো আসলে টয়লেট পেপারের। মজার না?

 হ্যাঁ, বন্ধুরা সম্প্রতি আমেরিকায় টয়লেট পেপারের তৈরি বিয়ের পোশাকের প্রতিযোগিতা অনুষ্ঠীত হয়ে গেল। এটি ছিল সপ্তম আসর। এবারের প্রতিযোগিতায় মোট ১২ টি পোশাক প্রদর্শীত হয়। সবাইকে টপকে, প্রথম হয়েছেন সুসান বার্নান। পোশাকটি তৈরিতে ৪ রোল টয়লেট পেপার, ফুলের পাপড়ি এবং পালক ব্যবহার  করেছেন প্রকৃতি প্রেমী সুসান। তিনি পুরস্কার হিসেবে এক হাজার মার্কিন ডলার পেয়েছেন।

আঠা এবং টেপ দিয়ে টয়লেট পেপারের পোশাক তৈরি করা হয়েছে। একটি পেশাক তৈরি করতে ৭ দিন সময় লাগলেও ছিড়ঁতে কিন্তু ৭ মিনিটও লাগবে না।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।