ঢাকা, রবিবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় ‘বন্ধুত্বা’ উদযাপন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
লা মেরিডিয়ান ঢাকায় ‘বন্ধুত্বা’ উদযাপন

সেন্ট্রাল পার্ক ক্যাফে আর ছয় বন্ধুর বন্ধুতার গল্পের কথা ফিরিয়ে নিয়ে যায় নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিক  ফ্রেন্ডস এর কাছে।  

এবারের বন্ধু দিবসে আপনাদের বন্ধুতার উদযাপনে ঘুরে আসতে পারেন র‌্যাচেল-মনিকাদের সেই সেন্ট্রাল পার্ক ক্যাফেতে! কল্পনা নয় সত্যি।

 

বন্ধু দিবস উদযাপনে ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হোটেল লা মেরিডিয়ান ঢাকা। ৭ আগস্টের বন্ধু দিবসের উদযাপন এই হোটেলে শুরু হবে ৫ আগস্ট থেকেই।  

লা মেরিডিয়ান ঢাকার ফাভলা রেস্টুরেন্ট সাজবে ‘সেন্ট্রাল পার্ক ক্যাফে’র সাজে।  
অতিথিরা বন্ধুদের সাথে সেন্ট্রাল পার্ক ক্যাফের আবহে বসে উপভোগ করতে পারবেন ফ্রেন্ডস সিরিয়ালের পর্বগুলো।  

বন্ধুত্ব উদযাপনে জনপ্রতি ১২০০++ যতো খুশি ততো পিজা আর এক গ্লাস সফট ড্রিংকস পাওয়া যাবে। বন্ধুত্ব বয়স মানে না।  

ফাভলা ফ্রেন্ডশিপ সেলিব্রেশন  ৫ থেকে ৭ আগস্ট প্রতিদিন দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬ টা থেকে  রাত ১২ টা পর্যন্ত চলবে।  

বিস্তারিত জানতে ০১৯৯০৯০০৯০০ ।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।