ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

লাইফস্টাইল

অনলাইনে পরিচয়, বন্ধুত্ব থেকে উদ্যোক্তা 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
অনলাইনে পরিচয়, বন্ধুত্ব থেকে উদ্যোক্তা 

সালেহ আহমদ ও মাছুমুল হক, দুজনের অনলাইনে পরিচয়, সেই পরিচয় হতে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে একসময় তারা গড়ে তোলেন ওয়েব হোস্টিং কোম্পানি হোস্টপেয়ার।

বর্তমানে বিশ্বের ৭০টির বেশি দেশে ওয়েব হোস্টিং সার্ভিস দিচ্ছে হোস্টপেয়ার। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।

ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েব হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সলিউশন দিচ্ছে হোস্টপেয়ার। দেশি এবং বিদেশি কর্মীদের মাধ্যমে ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করছে প্রতিদিন।  

দুই তরুণ চান প্রতিষ্ঠানটিকে বিশ্বের প্রথম সারির ওয়েব হোস্টিং সলিউশন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে।  
সহজে সবার জন্য অল্প খরচে অনলাইনের সেবা দিয়েই খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠছে  হোস্টপেয়ার। ওয়েবসাইট: www.hostpair.com

আপনার ছোট কোনো উদ্যোগের কথাও জানাতে পারেন আমাদের। মেইল: lifestyle.bn24@gmail.com 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।