ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শৈল্পিকের পোশাক প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০
শৈল্পিকের পোশাক প্রদর্শনী

১৪ আগস্ট শনিবার থেকে বেঙ্গল গ্যালারির ক্যাফেতে পোশাক প্রদর্শনীর শুরু হয়েছে।   শিল্পী নাহিদা শারমিনের প্রতিষ্ঠিত শৈল্পিক-এর বারো বছর পূর্তি অনুষ্ঠান উপলে শৈল্পিক এ আয়োজন করে।

এতে সহযোগিতা করে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ।

বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ যাদের জীবনচর্যায় বিশেষভাবে প্রতিফলিত এবং যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, বাংলাদেশের এমন বিশিষ্ট ১২ জন নারী প্রদীপ প্রজ্বলন করে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এই বারো জন নারী হলেন জাহানারা আবেদিন, আঞ্জুমান আরা আহমেদ, মমতাজ খালেক, তাহেরা চৌধুরী, সেলিনা আফরোজা, পারভীন হাশেম, নাজমা নবী, ইফ্ফাত আরা দেওয়ান, নাসিমুন আরা হক মিনু, ফৌজিয়া আমিন, নাজলী লায়লা মনসুর এবং লুভা নাহিদ চৌধুরী।  

ধানমন্ডি ২৭-এর বেঙ্গল ক্যাফেতে এ  পোশাক প্রদর্শনী চলবে ২১ আগস্ট শনিবার পর্যন্ত । প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি খোলা থাকবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।