ঈদে পোশাক হলো, পার্লারের কাজও শেষ। আর ঈদও কড়া নাড়ছে।
মেহেদী আমাদের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখন বাজারে অনেক ধরণের মেহেদী পাওয়া যায়। পছন্দের ব্রান্ডের মেহেদী ঈদের আগের দিন লাগিয়ে নিন। ইচ্ছা মতো ডিজাইন করুন। অনেকে মেহেদী দিতে পার্লারে যেয়ে থাকেন।
তবে ইচ্ছে করলে ঘরেও একে নিতে পারেন সুন্দর ডিজাইন। মেহেদীর প্যাকেটের মধ্যেই অনেকগুলো নকশা দেওয়া থাকে। এগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে হাত রাঙ্গিয়ে নিন মেহেদীর রঙ-এ।
মেহেদী দেওয়ার পর সাবান পানির কাজ যতোটা সম্ভব এড়িয়ে চলুন। এতে মেহেদীর রঙ অনেকদিন স্থায়ী হবে।