নিয়মিত চর্চায় যেমন শাণিত হয় জ্ঞান, প্রেমও তেমন। অনেক সাধনার পরে জোটে প্রেম, টিকেও থাকে সাধনায়।
বৃক্ষ রোপনের চেয়ে বাঁচিয়ে রাখা কঠিন। এ কথাটির মধ্যেই প্রেম টিকিয়ে রাখার অন্তর্নিহিত মর্মার্থ লুক্কায়িত। কারণ পরিচর্যার অভাবে বৃক্ষের মতো একটি প্রেমেরও সমাধি রচিত হতে পারে।
সময়ের সাথে সাথে বদলায় মানুষের মন, বদলায় পরিপ্রেক্ষিত। সেকারণে গতকালের সূর্যোদয় আর আজকের সূর্যোদয় আপাত দৃষ্টিতে সদৃশ মনে হলেও গভীরে রয়েছে বিস্তর ফারাক। গতকাল আপনার মনের মানুষটিকে বলা ‘আই লাভ ইউ’ আর আজকের বলা ‘আই লাভ ইউ’ যদি হয় একইরকম, যদি ভিন্ন কোনো দ্যুতি সৃষ্টিতে ব্যর্থ হয়; ‘ভালোবাসায়’ তবে নিশ্চিত ঘটবে বিপত্তি। কেননা প্রেম হচ্ছে আবিস্কার উন্মুখ এক চিরায়ত অনুভূতির নাম। সে অনুভূতি প্রতিনিয়ত মনের দুয়ারে নব নব আলো ফেলে যাবে। আপনি নিজেকে রাঙাবেন সেই আলোতে। ভুল হলে চলবে না, পিছিয়ে পড়লে চলবে না, অবহেলা করলেও চলবে নাÑকারণ এর নাম যে প্রেম, সাধনা, জীবনের জীয়নকাঠি!