ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বাবা তো হিরো সে হারে না 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বাবা তো হিরো সে হারে না  বাবা তো হিরো সে হারে না 

পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, তবে একজনও খারাপ বাবা নেই। এবিশ্বাসেই বাবারা হিরো, প্রতিটি সন্তানের চোখে। 
পরিবারের শত অনটনের মাঝেও যার কথায় পুরো নির্ভর করা যায়, সে তো বাবা। বাবা বাড়িতে আছেন মানে পুরো পরিবার নিরাপদ, এই আস্থার মানুষটিই তো সুপার হিরো। 

বাবা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বাবাকে নিয়ে তাদের ভালোবাসার কথা লিখছেন। এমনই কয়েকজন পাঠক বন্ধুর ফেসবুক ওয়াল থেকে: 

মাহবুব আলম লিখেছেন, 
বাবা, দু’টি বর্ণের একটি ছোট্ট শব্দ।

ছোট্টকালে আমার ছোট আঙ্গুল ধরে তিনি শিখিয়েছিলেন হাটি হাটি পা পা করে...।  

জন্মের আড়াই বছর পর মাকে হারোনোর পর তিনিই কখনো মা...কখনো বা বাবা, আবার কখনো বন্ধু হয়ে পাশে থেকেছেন সবসময়। ‘বাবা দিবস’ কি? জানে না আমার লেখাপড়া না জানা বাবা! আমার সেই গর্বের মানুষটিকেই কখনো বলা হয় ওঠেনি ‘ভালোবাসি’। ‘বাবা, তোমায় অনেক ভালোবাসি’।  

মেহেদি হাসান বলেন, কষ্টগুলো হাসির অাড়ালে রেখে সুখ বিলিয়ে দেয় সে তো শুধুই বাবা!

আমার বাবা, আমি যখন বাবা, বাবা ডাকতে যেমন ভালো লাগে, তেমনি ভালো লাগে বাবা ডাক শুনতে...কামরুল হাসান।  

আরজু আহমেদ: আজ হয়তো তোমার হাত ধরে সঠিক পথে হাটতে শিখেছি..বাবা তোমাকে অনেক ভালোবাসি... এই কথাটি আজ আর বলতে পারছি না... তুমি আজ অনেক দুরে, তাই এই দিনে সব বাবাকে জানাই আমার অকৃত্তিম ভালোবাসা.. ভালো থাকো এই পৃথিবীর সব বাবারা... 

হুমায়ুন রসিদ সম্রাট: আমার জীবনের একমাত্র আদর্শ আমার আব্বা... কতো ভালোবাসি তাকে কোনো দিন বলতেও পারবো না। আব্বার সুস্থ্যতা কামনা করি আজীবন... আমার বটগাছ। শুধু বাবা দিবসে নয়, শ্রদ্ধা এবং ভালোবাসা আজীবন...

কামরুল হাসান ইমন লিখেছেন: তোমাদের যাদের বাবা আছে,
...যত্ন নিও, খেয়াল রেখো।
হারিয়ে ফেলার পর আফসোস যেনো না থাকে সেদিকে লক্ষ্য রেখো!

মাসুদ পারভেজ: জানো বাবা, তোমাকে দেখতে আমার খুব ইচ্ছা হয়। ইচ্ছা হয় তোমার কোলে শুয়ে থাকি আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও।

পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা। সব বাবারা ভালো থাকুন, আর কোনো বাবার ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।