বোলটি ৯০০ বছর আগে চীনের সং রাজবংশের সময় ডিজাইন করা হয়েছিল। হেনান প্রদেশ থেকে এটি সংগ্রহ করা হয়েছে।
বোলটির বিশেষত্ব হচ্ছে অত্যন্ত বিরল শিল্পের নিদর্শন এটি। রু সিরামিক্স ক্র্যাকল(বরফ ফেটে যাওয়ার মতো ডিজাইনের) চীনামাটির বাসনটি থেকে আলো প্রতিফলিত হয়।
নিলামে টানা ২০ মিনিট বিভিন্ন দামে পাত্রটি কেনার আগ্রহ দেখায় বিশ্বের ধনী প্রতিষ্ঠানগুলো, তবে যিনি সবাইকে পেছনে ফেলে পাত্রটি বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোলটি নিজের করে নিয়েছেন, তার নাম প্রকাশ করা হয়নি।
১৯৪০ সাল থেকে মাত্র ছয় রু সিরামিকের পাত্র নিলাম হয়েছে। এরমধ্যে ২০১২ সালে সথবাই থেকেই আরও একটি পাত্র নিলামে বিক্রি করা হয় ২৭ মিলিয়ন মার্কিন ডলারে।
সং রাজবংশ ৯৬০ থেকে ১১২৭ সাল পর্যন্ত চীনে স্থায়ী হয়।