ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বাড়িতেই ওয়াক্সিং

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
বাড়িতেই ওয়াক্সিং বাড়িতেই ওয়াক্সিং

সুন্দর দেখতে কার না ভালো লাগে। শরীরের প্রতিটি অঙ্গ যত্ন নিলেই আমরা সবার সামনে নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারবো। হাত পায়ের লোম অনেকেই পছন্দ করেন না। লোম তুলে নিলে হাত-পায়ের ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। নিয়মিত পার্লারে গিয়ে ওয়াক্সিং করা বেশ খরচ ও সময়ের প্রয়োজন। 

সুবিধামতো হাত-পায়ের লোম তুলতে ঘরোয়া উপায়েই তৈরি করুন ওয়াক্স-এর মাস্ক। 

ওয়াক্স তৈরিতে যা যা লাগবে-
চিনি-১ কাপ, মধু ১/২  কাপ ও লেবুর রস ১/২ কাপ। পাত্রে চিনি, মধু ও লেবুর রস দিয়ে নাড়তে থাকুন।

মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে নিন।  

এবার হাত-পায়ে হালকা করে পাউডার পাফ করুন। বাটার নাইফের সাহায্যে তৈরি করা মিশ্রণটি লাগান। এরপর সুতি কাপড় পায়ে লাগানো মিশ্রণটির ওপর রেখে লোমের বিপরিতে টান দিন। এতে করে লোম কাপড়ের সাথে উঠে আসবে। সবশেষে হালকা গরম পানিতে হাত-পা ধুয়ে, লোসন মেখে নিন।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।