২০১০ সালের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন মেক্সিকোর হিমেনা নাভাররেতে। লাস ভেগাসে ৮২ জন বিশ্বসেরা সুন্দরীকে তুমুল প্রতিযোগিতার দৌড়ে পেছনে ফেলে জয়মুকুট ছিনিয়ে নিয়েছেন গুয়াদালসারা অঞ্চলে জন্ম নেওয়া এই লাস্যময়ী।
বাংলাদেশ সময় ২৪ আগস্ট মঙ্গলবার সকালে মিস ইউনিভার্স বিজয়ী ঘোষণা করা হয়। মিস ইউনিভার্স নাভাররেতে ২২ বছরে পা দিয়েছেন। এর আগে ২০০৯ সালে এই মুকুট জিতেছিলেন ভেনিসুুয়েলার স্তেফানিয়া ফার্নান্দেস।
বিশ্বসুন্দরীর ৫৯তম এই আসরে ফিলিপাইন, আয়ারল্যান্ড, ভেনিসুয়েলা, যুক্তরাষ্ট,অস্ট্রেলিয়া মেক্সিকোসহ ৮৩টি দেশের সেরা সুন্দরীরা অংশ নেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপে কালদেরন তড়িঘড়ি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার দেশের এই ভুবনমোহিনীকে। আর নাভাররেতে তার প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি চান সারা দুনিয়া তার দেশ মেক্সিকোর কথা জানুক।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০