• সেলফি তোলার সময় লক্ষ্য রাখুন যেন পর্যাপ্ত আলো থাকে
• পরিমিত মেকআপ করুন
• সকালে প্রকৃতির আলোয় সবথেকে সুন্দর সেলফি হয়
• সবসময় ফোনসেটটি ওপরের দিকে ধরুন, এতে সেলফিতে আপনাকে অনেক স্লিম লাগবে
• সেলফি তোলার সময় অবশ্যই খেয়াল রাখুন, ঘরের যে জায়গাগুলো ফ্রেমে আসে সেগুলো যেন পরিষ্কার ও গোছানো থাকে
• ঘরের বাইরে দিনের বেলায় সেলফি তুলতে সানগ্লাস ব্যবহার করুন, অনেক বেশি স্টাইলিস্ট লাগবে
• সেলফিতে সাবলীল ও প্রাণবন্ত হাসি দিন
• ঠোঁটে একটু গাঢ় টোনের লিপস্টিক ব্যবহার করুন, এতে সেলফিতে দিপ্তীময় হাসি নিয়ে আসতে পারে।
• একইভাবে কয়েকটি সেলফি তুলুন, এরপর যেটি ভালো লাগে, রেখে অন্যগুলো মুছে নিন
• প্রতিটি ছবির জন্য ফ্রেমিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখতে পারলে, সেলফি কিন্তু চমৎকার হয়। সময় পেলেই প্রকৃতির মাঝে হারিয়ে যান, সুন্দর সুন্দর সেলফি তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।