ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মানুষ অপছন্দকারীদের জন্য পছন্দের কাজ!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
মানুষ অপছন্দকারীদের জন্য পছন্দের কাজ! প্রতীকী ছবি

পৃথিবীর সব মানুষ সামাজিক কিংবা মানবপ্রিয় নন। আপনি যদি এমন কেউ হয়ে থাকেন তবে নিশ্চয়ই চাকরি বা কাজ খুঁজে পেতে আপনার বেশ বেগ পেতে হচ্ছে। তবে চিন্তার কিছু নেই, সমাধান একটি আছেই!

যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তরের ‘ওকুপেশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’ ৯৭৪ ধরনের চাকরিতে পরিপূর্ণ। তারা একেকটি চাকরিকে শূন্য থেকে একশতে বিচার করে এটি নির্ণয় করে যে কোনো চাকরিতে অন্যদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় এবং কোনোটিতে মানুষকে সন্তুষ্ট করতে হয়।

তবে হ্যাঁ, এমন কিছু কাজের জগত সংসারে আছে যেগুলোতে মানব সংস্পর্শের খুব একটা প্রয়োজন হয় না। চলুন তবে জেনে নেওয়া যাক- 

ফাউন্ড্রি ছাঁচ তৈরিকারক
ধাতব সামগ্রীর ওয়্যাক্স কিংবা বালুর ছাঁচ তৈরি করেন। সামাজিকতার গণনায় তারা ৫৮ নম্বরে আছেন।

ঘড়ি সারানোর কর্মী
তারা ঘড়ি ঠিক করেন, পরিষ্কার করেন এবং সময়ের গতিবিধি পরখ করে দেখেন। সামাজিকতার গণনায় তারাও ৫৮ নম্বরে।

পাথর ভাঙার কর্মী 
এ কর্মীরা বড় বড় হাতুড়ি দিয়ে পাথরের চাকতি ভাঙেন। সামাজিকতার গণনায় তাদের অবস্থান ৫৮।

কৃষিকাজের যন্ত্রপাতি চালনাকারী
তারা পুরো খামার দেখাশোনা করার পাশাপাশি গাছ লাগানো, পরিচর্যা ও এ জাতীয় যন্ত্রপাতি পরিচালনার কাজ করেন।  
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৮

গণিতবিদ
বিশিষ্ট এ ব্যক্তিরা গণিত সংক্রান্ত সমস্যাবলী গবেষণা ও উন্নত করতে সাহায্য করেন। তারা যাবতীয় উপাত্ত পরীক্ষা করে দেখেন। এ জাতীয় কাজেই তারা নিজেদের ব্যস্ত রাখেন।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৮

অর্থনীতিবিদ
তারা অর্থনৈতিক যেকোনো সমস্যা গবেষণা করে রিপোর্ট তৈরি করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেন।  
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৭.৫

কুমোর
তারা বিভিন্ন মেশিনের সাহায্যে কাদামাটি সহকারে সিরামিক, মাটির জিনিসপত্র এবং পাথরের তৈজসপত্র তৈরি করে থাকেন।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৭

যানবাহন রংমিস্ত্রী
তাদের কাজই হলো রঙের আঁচড়ে বাস, ট্রাক, ট্রেন, নৌকা এবং উড়োজাহাজ রাঙিয়ে তোলা।  
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৬.৫

ফোর্জিং মেশিন চালনাকারী
তারা ধাতব ও প্লাস্টিকের যেকোনো সামগ্রী সক্রিয় করার জন্য ফোর্জিং মেশিন চালান।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৬.৫

গাছ কর্তনকারী
তারা কুড়াল ব্যবহার করে এবং গাছের বৈশিষ্ট্য বিবেচনা করে গাছ কাটেন।  
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৬.৫

পালিশ কর্মী
তারা সাধারণত নিজ হাতেই ধাতব, কাঠের, পাথরের, মাটির কিংবা প্লাস্টিকের পণ্য পালিশ করেন।  
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৬

ভৌগলিক টেকিনিশিয়ান
তারা সাধারণত ভৌগলিক স্যাম্পল পরীক্ষা করে থাকেন। যেমন- পেট্রোলিয়াম, গ্যাস কিংবা মিনারেল ডিপোজিট।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৬

স্বয়ংক্রিয় মেশিন চানলাকারী
তারা চলমান প্রক্রিয়ায় বিভিন্ন স্বয়ংক্রিয় মেশিন চালিয়ে থাকেন। এ কাজ খুব মনোনিবেশ করে করতে হয়, কেননা অল্প একটু ভুলে মারাত্মক ক্ষতি হতে পারে।

টেক্সটাইল প্রেসার
তাদের প্রধান কাজ হলো স্টিম, হাইড্রোলিক কিংবা অন্য প্রেসিং মেশিনের সাহায্যে কাপড়ের কোঁচকানো ভাব দূর করে পরিপাটি করে তোলা।  
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৩.৫

কারুশিল্পী
তারা বুননশিল্প, তাঁত, মৃৎশিল্প ইত্যাদি সৃজনশীল কাজের সঙ্গে জড়িত থাকেন।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫৩.৫

কবি ও লেখক
এ ধরনের মানুষের কাজগুলো হয় মূলত মন এবং মনন দু’য়ের সমন্বয়ে। তারা গদ্য, পদ্য, গান কিংবা নাটক লেখায় নিজেদের মগ্ন রাখেন।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫২

চাষি
তারা শস্য, শাক-সবজি ও ফলমূল লাগান এবং চাষ করে থাকেন।
সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫১.৫

শিকারি
তারা পশম, মাংস কিংবা অন্যান্য উপকারের জন্যে বন্য পশুদের ফাঁদে ফেলেন এবং শিকার করে থাকেন।

সামাজিকতার গণনায় তাদের অবস্থান: ৫১

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
বিএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।