ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নতুন বছরে ব্যাচেলরদের জন্য ৫টি টিপস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
নতুন বছরে ব্যাচেলরদের জন্য ৫টি টিপস প্রতীকী ছবি

২০১৮ চলছে। নতুন বছরে অনেকেই অপেক্ষা করছেন নতুন আশা, নতুন উদ্দীপনার। বিশেষত যারা এতোদিন ‘একলা চলো’ নীতি নিয়ে চলছিলেন, এবার সঙ্গীনি খুজছেন তারা। ব্যাচেলর পুরুষদের জন্য রইলো ৫টি বিশেষ টিপস।

পরিষ্কার পরিচ্ছন্নতা:
নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শীতকালের গোসল না করার অভ্যাস থাকলে আজই ছাড়ুন।

পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের প্রতি সবাই সহজেই আকৃষ্ট হয়। পরিচ্ছন্নতা মানে শুধু ফেসওয়াশ ব্যবহার নয়, শরীরে ঘামের গন্ধ না থাকাও। দাঁতের দিকেও নজর দিতে হবে। হলদে দাগ না দেখা যায়। জানেন তো, পরিষ্কার-পরিচ্ছন্ন পুরুষদের প্রতি নারীরা বেশি আকৃষ্ট হন।

কান ও নাকের পশম:
কান ও নাকের অবাঞ্ছিত পশম দৃষ্টিকটু। তাই নাকের ভেতর ও কানের পশম যেন না দেখা যায় খেয়াল রাখুন।

ছোট ও পরিষ্কার নখ:
আঙুলের নখ ছোট ও পরিষ্কার থাকা উচিত। যদি নখের নিচে ময়রা লেগে থাকে তাহলে খারাপ ভাবমূর্তি তৈরি হয়। তাই নিয়মিত নখ কাটতে ভুলবেন না। শুধু হাতের নয়, পায়ের নখও।

দাড়ির যত্ন:
পুরুষের দাড়ি থাকাটা স্বাভাবিক। বরং না থাকাটাই অস্বাভাবিক। সেটা আপনি সেভ করেও রাখতে পারেন আবার দাড়ি বড় করেও রাখতে পারেন। কিন্তু দাড়ি নোংরা অবস্থায় মোটেও রাখবেন না। দাড়ি ইদানিং অনেকটা স্টাইল হয়ে গিয়েছে। অনেকেই বিভিন্ন স্টাইলে দাড়ি রাখেন। তাই দাড়ি রাখলে নিয়মিত পরিষ্কারও করুন।

শুষ্কতা:
শীতকালে ত্বকে শুষ্কতা দেখা যায়। বিশেষ করে ঠোঁট ও মুখমণ্ডলের মতো অংশে। তাই, ফেস ও হাত পায়ের যত্ন নিন। লোশন, জেল বা শুষ্কতা দূর করে এমন কিছু ব্যবহার করুন। দেখতেও ভাল লাগবে। #

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।