ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবেসে ভালো থাকুন

এস বাসু দাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১
ভালোবেসে ভালো থাকুন

ভালোবাসা, এই বিষয়টিকে উপেক্ষা করে কেউ যে পথ চলছে সে বিষয়টি হয়ত হলফ করে কেউ বলতে পারবে না। আর এই এখনকার যুগে এই ভালোবাসা সে খুব সহজে হয়ে যায়, আবার খুব সহজে হারিয়ে যায়।

তবে শ্রদ্ধা,বিশ্বাস আর অনুভূতি এই তিন বিষয়ের মধ্যে নিহিত আছে আপনার ভালোবাসা রক্ষার মূলসূত্র। আর প্রিয় মানুষটিকে ভালোবাসেন? তো মনের মানুষটি ধরে রাখতে যে বিষয়গুলো মেনে চলতে পারেন।

  • প্রেমিক-প্রেমিকার ভুলটাকে যেমনি ধরিয়ে দেবেন, তেমনি ঠিক তার প্রশংসা করতেও কখনো ভুলবেন না।
  • যত বড় ভুলই করুন না কেন বা যত কম গুরুত্বপূর্ণ কথাই হোক না কেন, সেটি কখনোই লুকাবেন না। কারণ, কথাটা ৩য় ব্যাক্তির কাছ থেকে শুনলে সেটি আপনাদের দু`জনের জন্যই কষ্ট বয়ে আনবে।
  • যা ঝামেলা রয়েছে সেটা দু`জনে আলোচনা করে দ্রুত মিটমাট করে নিন। কোনো তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের মাঝে প্রবেশ করতে দেবেন না, তাতে ঝামেলা না কমে বরং বাড়বে।
  • যতই মনোমালিন্য হোক দুটি মনের মাঝে, সম্পর্কটা ভাঙ্গতে চাওয়া ঠিক নয় কারন ভাঙ্গার চেয়ে গড়ার আনন্দ অনেক বেশি।
  • যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একক আধিপত্য কাম্য নয়, আমি-তুমি চিন্তা না করে সবসময় চিন্তা করুন `আমরা`।
  • তাকে সবসময় কথায় বা কাজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন, সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ ও প্রিয় মানুষ।  


মনের মানুষটির কাছে মন খুলে ভালোবাসা প্রকাশ করুন, আর ভালোবেসেই ভালো থাকুন সবসময়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।