ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আকাশ বিলাস ‘মুঘল অ্যারোমা’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
আকাশ বিলাস ‘মুঘল অ্যারোমা’ মুঘল অ্যারোমা

উত্তরার একমাত্র ‘ফুল এয়ারপোর্ট ভিউ’ রুফটপ রেস্টুরেন্ট ‘মুঘল অ্যারোমা’।

এখানে রয়েছে ৫০ রকমের সুস্বাদু সালাদের আইটেম। আর মুঘল অ্যারোমার টার্কিশ, লেবানিজ, মিসরিয় ও আফগান কাবাব স্বাদ নিতে পারবেন বাংলাদেশের ভোজনরসিকরা।

আর রয়েছে প্রায় অর্ধশতাধিক রকমের সালাদ ও ৪০ রকমের কাবাব। এছাড়া নিয়মিত থাই, ইন্ডিয়ান ও ঢাকাইয়া খাবার তো রয়েছেই।

প্রতিষ্ঠানটির মালিক আলাউদ্দিন আহমেদ জানালেন, ক্রেতাদের তিনি কখনই পরিবারের সদস্যের বাইরের লোক ভাবতে চান না। তাই এই রেস্তোরাঁর সব রান্না কোলোস্টেরলমুক্ত তেল সাফোলা গোল্ড ওয়েল দিয়ে রান্না হয়। এছাড়া রান্নায় ফরমালিনমুক্ত তাজা সবজি, মাছ, মাংস ব্যবহার করা হয়।  

বার-বি-কিউ আর ভিনদেশের খাবারের এক্সপেরিমেন্ট বেশ পছন্দ করছে অতিথিরা।  

খোলা আকাশের নিচে বার-বি-কিউ আর সঙ্গে লাইভ মিউজিক। সঙ্গে বিমান ওঠা-নামা। যোগাযোগ: ১০ম তলা, হাউস ০১, রোড ০১, সেক্টর ০১, উত্তরা, ঢাকা।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।