ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গরমেও যখন একটু সাজতে হয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
গরমেও যখন একটু সাজতে হয় ছবি: ওমেন্স ওয়ার্ল্ড

গরমের সময় হালকা মেকআপই ভালো...

প্রথমে ময়দা দিয়ে ত্বক পরিষ্কার করে এক টুকরো বরফ পাঁচ মিনিট ত্বকে ঘষে নিন।  

মুখ, গলায় ফাউন্ডেশন লাগিয়ে ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন।

সাজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজেয়ে মুখে চেপে মেকআপ বসিয়ে দিন। এবার কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন।  

চোখে মাশকারা, আইলাইনার এবং হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ, সাদা ও সোনালি রঙের মিশ্রণে আইশ্যাডো দিয়ে চোখটাকে সাজাতে পারেন। লিপলাইনার দিয়ে লাইন করে ঠোঁটে লিপিস্টিক দিন। নখে নেইলপলিশ দিন হালকা কোনো রং(দুইকোট)। গলায় ও কানে ছোট গয়না পরুন। কুমকুম অথবা গ্লিটার দিয়ে ছোট করে টিপ আকুন কপালে।  

এবার বাদামি বা পিচ্ রঙের ব্লাশন দিয়ে সাজ পূর্ণ করুন।  

গরমে চুল খোলা রেখে অনেকেই স্বস্তি পান না। তারা হালকা অথবা আঁটসাঁট করে খোঁপা করে নিতে পারেন।  

পোশাকের ক্ষেত্রেও হালকা রং বেছে নিন, দেখতে ভালো লাগবে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।