ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঘরে বসেই মিলবে ক্ষীরমোহনের স্বাদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
ঘরে বসেই মিলবে ক্ষীরমোহনের স্বাদ ক্ষীরমোহন

ক্ষীরমোহনের নাম শুনলেই জিভে জল এসে যায়। নামে আর স্বাদে এই উপমহাদেশে বিখ্যাত হলেও এতদিন এই মিষ্টান্নের স্বাদ পেতে মিষ্টিপ্রেমীদের ছুটে যেতে হত সেই সুদুর কুড়িগ্রামের উলিপুরে। 

কিন্তু এবার ঘরেই মিলবে ক্ষীরমোহন। কারণ ক্ষীরমোহন ডটকম নামের (khirmohon.com) একটি ই-কমার্স সাইটের মাধ্যমে পাওয়া যাবে এই সেবা।

 

২ এপ্রিল সোমবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিকে শুধুমাত্র রাজধানী ঢাকা ও রংপুরে এই সেবা পাওয়া যাবে। তবে খুব দ্রুতই দেশের সব জায়গা থেকেই ঘরে বসেই পেতে পারবেন ক্ষীরমোহনের স্বাদ।  

ক্ষীরমোহন ডট কমের প্রধান নির্বাহী রূপম রাজ্জাক বাংলানিউজকে বলেন, মাত্র  দুই কেজি  ক্ষীরমোহন অর্ডার করলেই ২৪ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে আপনার ঠিকানায়।  

প্রতি কেজি ক্ষীরমোহন ৫০০ করে আর ডেলিভারির জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না।  

ক্ষীরমোহন ডট কম পরিচালিত হচ্ছে ঢাকার প্রযুক্তি প্রতিষ্ঠান OS CLiCKS ও উলিপুরের সামাজিক অনলাইন প্লাটফর্ম Ulipur.com - এর যৌথ উদ্যোগে।

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।