ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মাথা থাকলে ব্যথা হবেই!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
মাথা থাকলে ব্যথা হবেই! মাথাব্যথা হলে

মাথা থাকলে ব্যথা হবেই, এটা প্রায় সত্য প্রবাদ বলেই পরিচিত। মাথাব্যথা আসলে মাঝে মাঝে সবারই হয়। কিন্তু তা যদি হয় অসহনীয়, তখন? 

অতিরিক্ত মাথাব্যথা হলে, দ্রুত কমাতে ঘরেই যা করতে পারেন: 

•    মাথা ব্যথার অন্যতম কারণ পানিশুন্যতা। শরীর সব সময় আদ্র রাখতে পরিমিত পানি পান করুন
•    পানি, ডাবের পানি বা কোনো পছন্দের ফলের জুস মাথাব্যথা কমাতে টনিকের কাজ করে।

 

•    আমাদের শরীরের জন্য ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার প্রয়োজন। তবে যেকোনো একটি খাবার অতিরিক্ত খেলে আর প্রয়োজনীয় কোনো খাদ্য দীর্ঘদিন না খেলে শরীরের ভারসাম্য নষ্ট নয়। যার ফলে মাথাব্যথা হতে পারে। আর তাই সঠিক ডায়েটও মাথাব্যথা কমাতে সাহায্য করে।

•    প্রতিরাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। স্বাস্থ্যকর লাইফস্টাইল, ভালো ঘুমের প্রধান শর্ত। আর ঘুম ভালো হলে মাথা ব্যথাও পালাবে।  

•    অবসাদ বা দুর্বলতা দেখা দিলে কিছুক্ষণের জন্য নিজেকে কাজ থেকে ছুটি দিন। চোখের পাতা বন্ধ করে রিলাক্স করুন। মাত্র ১৫ মিনিটেই ফিরে পাবেন পুরো কর্মশক্তি, দূর হবে মাথাব্যথা।  

•    মাথা ম্যাসাজেও উপকার পাবেন। মাথায় বা কপালের দু’পাশে ঘাড়ে, দুই ভ্রু’র মাঝে আঙুল দিয়ে ম্যাসাজ করুন। মাথাব্যথা কমে যাবে।  

•    হাসতে পারেন? তাহলে হাসুন একটু-মাথা ব্যথার মূল কারণ কিন্তু দুশ্চিন্তা আর উদ্বেগ। এগুলো ভুলে যদি একটু হাসতে পারেন তবে মাথাব্যথা এমনিতেই চলে যাবে।  

•    সব সময় চেষ্টা করুন মুড ভালো রাখতে, স্বাভাবিক সুস্থ জীবন যাপন করুন। নিয়মিত ব্যায়াম আর পরিমিত আহার। মাথাব্যথা দেখা দেবে না, নিশ্চিন্তে থাকুন।  

তারপরও ব্যথা যদি দীর্ঘ সময় থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।