শীতে তেমন সমস্যা না হলেও গরমের সময় এই ডিম সংরক্ষণ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে বেশিরভাগ সময়ই ডিম কিনে আনার পরে ভাঙলে দেখা যায় ১২ টার মধ্যে তিন-চারটা ডিমই নষ্ট।
আবার অনেক সময় আমরা খাবারের ভেতরে ডিম ছেড়ে দেই। এক্ষেত্রে ডিম নষ্ট হলে পুরো খাবারই ফেলে দিতে হয়। এজন্য গরমে নষ্ট ডিম চেনা খুব জরুরি। চিনে নিন:
• ডিম কিনে আনার পর কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভালো ডিমগুলো কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে যাবে। আর নষ্ট ডিম ভেসে থাকবে।
• নষ্ট ডিম পরীক্ষা করার জন্য আলো ডিমের ওপরে ধরুন। ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান। তবে বুঝতে হবে ডিমটিতে পচন শুরু হয়েছে।
• সেদ্ধ হওয়ার পর ডিমের সাদা অংশ যদি ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত হয়, তবে অনায়াসেই বলে দেওয়া যায় ডিমটি নষ্ট।
• ডিমটি একটি সমান প্লেটের ওপর ভাঙুন। যদি দেখেন কুসুমটি একই জায়গায় রয়েছে। তবে বুঝবেন এটি ভালো রয়েছে। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে ডিমটি নষ্ট।
• গরমকালে ডিম ফ্রিজের বাইরে ৩-৪ দিনের বেশি রাখলে নষ্ট হয়ে যায়। তাই বাজার থেকে ডিম আনার পরই ডিম ফ্রিজে রেখে দিন।
• ফ্রিজ ছাড়া ডিম রাখতে হলে বেশি করে পাতি লেবুর রস মেশানো পানিতে ডুবিয়ে রাখুন ৭ কদিন পর্যন্ত ভালো থাকবে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এসআইএস