ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

এবার যাত্রীদেরও সচেতন হতে হবে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এবার যাত্রীদেরও সচেতন হতে হবে যাত্রী ও চালকদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে

জীবনকে সহজ করতে আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছি। এখন কোথাও যেতে হলে আমরা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা না করে অ্যাপসের সাহায্যে গাড়ি ডেকে নিচ্ছি। 

খাবার অর্ডার করে দিচ্ছি অনলাইনে অ্যাপস দিয়েই, লন্ড্রির কাজ আরও কত কি। এসব সেবা আমাদের জন্য যেন আশির্বাদ হয়ে এসেছে।

কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, সেবাদানকারী বা গ্রহীতা সঠিক ব্যবহার করছি না, একে অপরের সঙ্গে।  

এই অবস্থা কাটিয়ে উঠতে যাত্রী ও চালকদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে সম্প্রতি রাইডশেয়ারিং কোম্পানি উবার তাদের কমিউনিটি গাইডলাইনটি আপডেট করেছে। যা যাত্রীদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করার ক্ষেত্রে তাদের কাছে প্রত্যাশিত ব্যবহারের কথা মনে করিয়ে দেবে।  

উবার বাংলাদেশের লিড জুলকার কাজী ইসলাম বলেন, চালকদের একটি নির্দিষ্ট রেটিংয়ে থাকার দায়বদ্ধতা আগে থেকেই ছিল, ফলে যাত্রীদের জন্যও একই ব্যবস্থা চালুর কারণে পারস্পরিক দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।  

একটি সর্বনিম্ন রেটিংয়ে পৌঁছানোর পর মুষ্টিমেয় কিছু যাত্রীদের রেটিং পয়েন্ট বৃদ্ধি করার জন্য কয়েকবার নোটিফিকেশন পাঠানো হবে। এর পরেও যাদের রেটিং কম থাকবে, তারা উবার অ্যাপে তাদের প্রবেশাধিকার হারাবেন।

নিরাপত্তা ও ভালো ব্যবহার নিশ্চিত করতে উবার বর্তমানে চালক ও যাত্রী উভয়ের ক্ষেত্রেই রেটিং এবং প্রতিটি যাত্রার পরে উবার অ্যাপে ফিডব্যাক দেয়ার ব্যবস্থা রেখেছে।


বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।