ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

খাঁটি পোশাকের জন্য ১০০ নম্বরে! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
খাঁটি পোশাকের জন্য ১০০ নম্বরে!  যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস খাঁটি

সাধ্যের মধ্যে কেনাকাটায় তরুণদের প্রথম পছন্দ শাহবাগের আজিজ সুপার মার্কেট। ফ্যাশনেবল নানা পোশাক ও অনুষঙ্গ দিয়ে সাজানো পুরো মার্কেটটি। অনেকের কাছেই কেনাকাটার সঙ্গে আড্ডা দেওয়ার জন্যও রাজধানীর সেরা জায়গা আজিজ সুপার। 

আজিজ সুপার মার্কেটের নিচতলায় ১০০ নম্বর দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় চমৎকার সব থিম নিয়ে যাত্রা শুরু করেছে ফ্যাশন হাউস খাঁটি।  

হাউসটির উদ্যোক্তা দুই বন্ধু মিজানুর রহমান মুকুল ও জনপ্রিয় গায়ক ও লেখক লুৎফর হাসান।

লুৎফর হাসান বাংলানিউজকে বলেন, তরুণদের জন্য ভালো পোশাক সাধ্যের মধ্যে পৌঁছে দিতেই খাঁটির পথচলা শুরু হলো। সবার আমন্ত্রণ ১০০ নম্বরে খাঁটির শোরুমটি দেখে যাওয়ার। আমরা ক্রেতা নয় সবাইকে অতিথি হিসেবে দেখতে চাই। তাদের মতামত গুরুত্বের সঙ্গে নিয়ে সামনের সময়গুলোতে কাজ করতে চাই।  
 
এখানে পাওয়া যাচ্ছে ছেলেদের বিভিন্ন রকম টি-শার্ট। গরমে পরার উপযোগী  রঙগুলোর  মধ্যে রয়েছে নীল, সাদা, কালো, লাল, হালকা বাদামী।  

আরামের কথা মাথায় রেখে উন্নতমানের কটন নিট কাপড়ে তৈরি করা হয়েছে টি-শার্টগুলো।  


বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।