ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

যত্নে থাকুক পছন্দের সিল্কের শাড়ি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
যত্নে থাকুক পছন্দের সিল্কের শাড়ি  সিল্কের শাড়িতে

বাঙালি নারীর পোশাকের মধ্যে প্রথম পছন্দ শাড়ি। সুতি, টাঙাইল, জামদানি, সিল্ক সব ধরনের শাড়িই নারীরা পছন্দ করেন। তবে সিল্ক শাড়ির আভিজাত্যের জন্য সবার কাছে আলাদা স্থান করে নিয়েছে। 

বিশেষ বিশেষ দিনে বড় কোনো অনুষ্ঠানে পরা হয় প্রিয় সিল্ক শাড়িগুলো। এর বাইরে বছরের পুরোটা সময় এগুলো আলমারিতে তোলা থাকে।

সাধের দামি শাড়িগুলো সব সময় সুন্দর রাখতে নিয়মিত যত্নও নিতে হবে।  

জেনে নিন ঘরে কীভাবে সিল্কের শাড়ির যত্ন নেবেন: 

আলমারিতে রাখার সময় 
•    সিল্কের শাড়ি আলমারিতে রাখার সময় কিছু বিষয় মথায় রাখতে হয়
•    দীর্ঘ দিন একই ভাবে রাখলে অনেক সময় দেখা যায় শাড়িগুলো ভাঁজে ভাঁজে কেটে যায় 
•    বা ফাঙ্গাস পড়ে রং ফেড হয়ে যায় 
•    সিল্কের শাড়ি কখনই ঝুলিয়ে রাখা যাবে না 
•    শাড়ি ভাঁজ করে সুতির কাপড়ে মুড়িয়ে আলমারিতে রাখলে তা ভালো থাকে
•    শাড়িতে জরি থাকলে ভাঁজ করার সময় জরি ভেতরের দিকে রাখতে হবে
•    মাসে অন্তত ১ বার করে ভাঁজ খুলে খোলা জায়গায় ছায়ার নীচে রেখে দিন 
•    কয়েক ঘণ্টা পরে ভাঁজ পাল্টে আবার তুলে রাখুন।  


কীভাবে ধোয়া যাবে

•    সিল্কের শাড়ি সব সময় ড্রাই ওয়াশ করানোই ভালো 
•    একান্তই যদি বাড়িতে শাড়ি ধুতে চান তাহলে মেশিনের বদলে হাতেই ধুয়ে ফেলুন
•    মাইল্ড শ্যাম্পু ব্যবহার দিয়ে বেশি পানিতে হালকা করে ধুয়ে নিন 
•    পানি নিংড়ানোর সময় শাড়িতে বেশি চাপ দেবেন না 
•    রোদে না মেলে ছায়ায় মেলুন।  

আয়রন করার সময়

•    সিল্কের শাড়ি পরার পর কিছুক্ষণ মেলে রেখে আয়রন করুন 
•    মিডিয়াম হিটে আয়রন করুন বেশি গরম করে নেবেন না 
•    শাড়ির ওপর একটি সুতির কাপড় বিছিয়ে আয়রন করুন 


শাড়ির উজ্জ্বলতা ধরে রাখতে 
দীর্ঘ দিন সিল্ক শাড়ির উজ্জ্বলতা ঠিক রেখে নতুনের মতো রাখতে ১ লিটার পানিতে ১ টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে ৩ মিনিট শাড়ি ভিজিয়ে তুলে স্বাভাবিক পানিতে ধুয়ে নিন। শুকিয়ে গেলে আয়রন করুন।  

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।