ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা এখনো ভালো বন্ধু!  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা এখনো ভালো বন্ধু!   প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা এখনো ভালো বন্ধু

একটি সম্পর্ক এক দিনে তৈরি হয় না। বিশেষ করে প্রেম-ভালোবাসা, মন দেওয়া নেওয়ার সম্পর্ক। প্রায় সবাই সম্পর্কটিকে সারা জীবন রাখার স্বপ্ন দেখেন। একসঙ্গে কাটাতে চান পুরো জীবন। তবে এই চাওয়া সবার পূরণ হয় না। অনেক ভালোবাসার সম্পর্কেরই পরিণতি বিয়ে পর্যন্ত গড়ায় না। 

এতে করে কখনও দু’জনের, কখনওবা শুধু একজনের মন ভাঙে, শব্দহীন এই ভাঙনের ক্ষত সারতে অনেক সময় চলে যায়। তারপরও একটা সময়ে এসে দু’জনেই মানিয়ে নেয় নিজেদের।

বাস্তবতা মেনে নিয়ে সামনে এগোতে চায়, কিন্তু সেই পুরোনো ব্যক্তিটি নতুন রূপে বন্ধু হিসেবে থাকতে চান জীবনে? আপনি যদি তাকে শুধুমাত্র বন্ধু হিসেবে রাখতে চান, তাহলে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।  

যেমন:  

•    আপনার নতুন সম্পর্ক নিয়ে প্রাক্তনের সঙ্গে খুব বেশি আলোচনা না করা 

•    নতুন সম্পর্কে কোনো সমস্যা দেখা দিলে প্রাক্তনের কাছে পরামর্শ না চাওয়া 

•    কথায় বা কাজে এমন কিছু প্রকাশ না করা, যে আপনি এখনো তাকে পছন্দ করেন 

•    একসঙ্গে কাটানো কোনো স্মৃতি নিয়ে আলোচনা কম করাই আপনার বর্তমান সম্পর্ক সুন্দর রাখার জন্য প্রয়োজন 

•    কে প্রথম সম্পর্ক ভেঙেছে সেটা নিয়ে আলোচনা করারও কোনো কারণ নেই। এসব মিটিয়েই আজ আপনারা শুধু বন্ধু হতে চেয়েছেন 

•    পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে অনেক আনন্দে আছেন এমনটা ঘটা করে তাকে বলারও কোনো যুক্তি নেই

•    তার সম্পর্কেও একটু কমই জানতে চান। প্রতিদিন সময় করে ফোন দিয়ে যদি জানতে চান তিনি খেয়েছেন তো? তাহলে আর আগের সম্পর্ক থেকে বের হতে পারলেন কোথায়! 

•    তার সঙ্গে একা ঘুরতে যাওয়া,শপিং করা বা অনেক বেশি সময় গল্প করার আগে একবার ভেবে নিন, আপনার বর্তমান সঙ্গী তার প্রাক্তনের সঙ্গে এমনটা করলে আপনার কেমন লাগবে।  

•    কমন বন্ধুদের সঙ্গে অবশ্যই আড্ডা দিতে বা ঘুরতেও যেতে পারেন তবে তাদেরও বুঝিয়ে বলুন যেন আগের কথা না তোলে।  

যদি মনে করেন এত শর্ত মেনে প্রাক্তনের সঙ্গে শুধুমাত্র বন্ধুর সম্পর্ক রাখা কঠিন, তাহলে বরং বাদ দিন। পরিচিত হয়েই থাকুন, কেননা তিনি যদি সঠিক মানুষ হতেন, তাহলে হয়ত আপনার বর্তমান সম্পর্কে জড়ানোর প্রশ্নই আসতো না।  


বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।