ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে বেড়াতে যাচ্ছেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
ঈদে বেড়াতে যাচ্ছেন? ঈদের ছুটিতে

বেশ গরম তার ওপর প্রায়ই বৃষ্টি হচ্ছে। তাতে কী? ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বা অন্য কোথায় বেড়াতে যাওয়া তো হবেই। এ সময়টায় আগে থেকেই যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে:  

•    বেড়াতে গিয়ে সুস্থ থাকা জরুরি। অসুস্থ হয়ে পড়লে ছুটি কাটানোর আনন্দ অনেকটাই কমে যায় 
 
•    সুস্থ থাকতে বেড়াতে গেলেও যতটা সম্ভব নিয়ম মেনে চলুন


•    নিজের বাড়ি হোক বা অন্য কোথাও বেড়াতে গেলে নিয়ম করে খাওয়া হয় না।

অনেক বেশি রিচ ফুড খাওয়া হয়। কোরবানির ঈদ মানেই কয়েক কেজি ওজন বাড়িয়ে নেওয়া।  

•    ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম করার অভ্যাস থাকলে, নিয়মিত ব্যায়াম করুন 

•    কোথাও যেতে হলে কিছুটা পথ হেঁটে গিয়ে গাড়িতে উঠুন

•    জার্নির সময় হালকা মশলায় রান্না করা খাবার খান এবং প্রচুর পরিমাণে পানি পান করুন

•    রাস্তার কাটা ফল, ফলের রস, কোমল পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলুন। পানির বোতল সঙ্গে রাখুন

•    বেড়াতে গিয়ে ঘোরার সময় স্বাস্থ্যকর খাবার সঙ্গে রাখুন যেমন, বাদাম, আপেল। খিদে পেলে এগুলোই খান 

•    উৎসবের দিনগুলোতে যেখানেই যাই মজার মজার সব মিষ্টি আইটেম দিয়ে আপ্যায়ন করা হয়। এতো স্বাদের খাবার বারবার ফিরিয়ে দিতেও কষ্ট হয়। তাই মিষ্টি খেতে ইচ্ছে করলে সামান্য পরিমাণে খান 

•    দাওয়াত খেতে গলে ছোট প্লেটে খাবার খান। দিনের শুরুতে ভারি খাবার খেয়ে নিন। তারপর সারাদিন যেখানেই যান হালকা খাবার খান

•    ঈদের সময়ে তিন বেলাই মাংস খাওয়া এড়িয়ে চলাই ভালো। দু’একদিনের মধ্যেই স্বাভাবিক খাবারে ফিরে আসুন। সালাদ ও দই (ডায়াবেটিস থাকলে টকদই) বেশি পরিমাণে খান।  

•    কোনো ওষুধ খেলে পর্যাপ্ত পরিমাণে সঙ্গে নিয়ে নিন 

•    ব্যাগ গোছানোর সময় একটা ছোট তালিকা করে নিন। ব্যাগের গায়ে লিখে রাখুন ভেতরে যা রাখছেন। প্রয়োজনীয় কিছু খুঁজতে সময় ও মাথা নষ্ট হবে না 

•    বেরিয়ে যাওয়ার আগে বাড়ির নিরাপত্তার কথা মাথায় রাখুন। তালা কেনার সময় অবশ্যই মান দেখে নিন।  

রাস্তায় নিরাপত্তার জন্য জরুরি নাম্বারগুলো নিয়ে নিন। সব সময় অবশ্যই আইন মেনে চুলন।  নিরাপদে ও ‍আনন্দে সবাইকে নিয়ে ঈদের ছুটি উপভোগ করুন।  


বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।