ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

১০ বছরে গ্রামীণ ইউনিক্লো 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
১০ বছরে গ্রামীণ ইউনিক্লো  গ্রামীণ ইউনিক্লোর পোশাকে  

বাংলাদেশে সামাজিক ব্যবসায় হিসেবে ২০১০ সালে যাত্রা শুরু করে বর্তমান এশিয়ার শীর্ষ পোশাক বিক্রয়কারী জাপানের প্রতিষ্ঠান ইউনিক্লো’র সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিক্লো। 

যাত্রার শুরু থেকেই স্বল্পমূল্যে উন্নতমানের আরামদায়ক পোশাক সরবরাহের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রামীণ ইউনিক্লো।  

১০ বছর পূতির্তে নির্দিষ্ট ডিজাইনের শার্ট, প্যান্ট, টপস্, টিউনিক, পোলোশার্ট, টি-শার্ট, জিন্স, শীতের পোশাকসহ বিভিন্ন আইটেমে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চলবে এই মূল্য ছাড়।

দেশব্যাপী গ্রামীন ইউনিক্লো’র ১৭টি আউলেটেই চলবে এই বিশেষ মূল্য ছাড়।  

গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, কেবল ভোক্তাদের ভালোবাসা এবং বিশ্বাস অর্জনের মাধ্যমেই আমরা আজকের এই অবস্থানে এসেছি।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০ 
এসআইএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।