শসা ও বেসনের প্যাক
২ চা চামচ বেসন ও ২ চা চামচ শসার রস ভালো করে মিশিয়ে পেস্ট বানান। পেস্টটি ভালো করে মুখে ও গলায় লাগান।
শসা ও আলুর প্যাক
প্রথমে শসা ও আলুর রস করতে হবে। তারপর একচামচ শসার রস ও একচামচ আলুর রস মেশান ভালো করে। তুলো ভিজিয়ে মুখে ও চোখের চারপাশে লাগান। চোখের চারপাশের কালি দূর করতে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
শসা ও মধু
ভালো করে শসার পেস্ট বানান। তারপর তার সঙ্গে মধু মেশান। এই পেস্টটি মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
শসার প্যাক নিয়মিত ব্যবহারে ত্বকের শুষ্কতা থেকে মুক্তি দেবে এবং উজ্জ্বলতা বাড়বে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এসআইএস