যশোরের মেয়ে রওশন দেশীয় ঐহিত্যবাহী পণ্য পৌঁছে দেবে দেশের অন্যান্য জেলাসহ দেশের বাইরে, এই প্রত্যয়, জেদ, আর নিজেকে প্রতিষ্ঠিত করার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে রওশন ২০১৭ সালে তার ফেসবুক পেজ রওশন’স ক্রিয়েশন (Rowshans Creations) চালু করেন।
মায়ের কাছে থেকে মাত্র ৬৫০ টাকা নিয়ে রওশন ব্যবসা শুরু করেন।
কিন্তু রওশন ইন্টারনেটের শক্তিকে কাজে লাগানোর সর্বোত্তম চেষ্টা করে গেছেন নিয়মিত।
প্রথম দিকে সংগ্রহ করা পণ্যের ছবি পেজে আপলোড করতেন। পরবর্তীতে নিজেই পছন্দ অনুযায়ী পণ্য তৈরি করিয়ে নেন। রওশন যশোরের সব বিলুপ্ত প্রায় সেলাইকে আবার নতুন করে ফিউশন আকারে উপস্থাপনের চেষ্টা করছেন।
শাড়িতে আর থ্রি-পিসে রওশনের কাছে সবচেয়ে এক্সক্লুসিভ যে প্রোডাক্টটা রওশনস ক্রিয়েশন পেজকে সবার থেকে আলাদা করেছে সেটা হচ্ছে নকশিকাঁথা।
৬৫০ থেকে শুরু করে পরে যখন অর্ডার বাড়তে থাকে তখন রওশন তার মায়ের কাছ থেকে আরও পাঁচ হাজার, দশ হাজার, বিশ হাজার এভাবে মোট পঞ্চাশ হাজার টাকা নেন। বর্তমানে তার প্রতি মাসে দুই লাখ টাকার পণ্য বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তির উন্নয়নের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রওশন। তার দেখাদেখি এলাকায় অনেক নারী নকশিকাঁথা তৈরি ও বিক্রি করে স্বনির্ভর হতে চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২০
এসআইএস