অবস্থা এমন হয়েছে যে পাঁচ টাকা মাস্ক ৫০ টাকায়ও মিলছে না। এই অবস্থায় বাজারে মাস্কের জন্য না ঘুরে চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন মাস্ক।
সুতি কাপড় কিনে ঘরেই খুব সহজে মাস্ক তৈরি করে নিতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন:
• চার ইঞ্চি করে দুই টুকরো কাপড় নিন
• একটির সঙ্গে আরেকটি সেলাই করুন
• সেলাই দেওয়ার সময় ওপরের ছবিরমতো আধা ইঞ্চি পর পর ভাঁজ করে নিন
• এবার দুই পাশে রাবার লাগিয়ে নিন কান পর্যন্ত
• তৈরি হয়ে গেল আপনার মাস্ক।
বাড়ির সবার জন্য একবারে বেশি করে তৈরি করে রাখুন, এগুলো ব্যবহার করলে সব সময়ই জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআইএস