ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রুক্ষ-এলোমেলো চুলগুলোতে, যত্নেই ইচ্ছে হবে হাত বুলাতে  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২৪, ২০২০
রুক্ষ-এলোমেলো চুলগুলোতে, যত্নেই ইচ্ছে হবে হাত বুলাতে   চুলের স্বাস্থ্য ফেরাতে

এই করোনা এলো, চারদিকে সবার মধ্যে হতাশা, মন খারাপ আর চাপা আতঙ্ক চোখে মুখে। এই সুযোগে ঝরে যাচ্ছে পছন্দের চুলগুলো। অযত্নে হয়ে গেছে রুক্ষ ও নিস্তেজ।  খুব বেশি সময় নিয়ে যত্ন করারও মানসিক অবস্থা নেই এখন। তাহলে উপায়? 

অতিরিক্ত কেমিক্যাল, দূষণের প্রভাব, গরম বা রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে চুলের এমন অবস্থা হয়। চুল রুক্ষ হয়ে যায় এবং ভাঙতে আরম্ভ করে।

চুলের স্বাস্থ্য ফেরাতে ঘরেই ব্যবহার করুন প্রোটিন প্যাক। যেভাবে করবেন: 


তিনটি ডিমের কুসুম, এক টেবিল চামচ নারকেল তেল ও এক টেবিল চামচ মধুর প্যাক তৈরি করে নিন। ডিমের গন্ধ তাড়াতে লেবুর রস বা কোনো অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।  

পুরো মাথায় ও স্ক্যাল্পে প্যাক লাগিয়ে আধ ঘণ্টার জন্য রেখে দিন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। মাসে দু’বার মাত্র করেই দেখুন। চুল থেকে আর হাত সরতেই চাইবে না।

চুল বেশি হলে ডিমের কুসুম ও অন্য উপকারণ বাড়িয়ে নেবেন।

 

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ২৪, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।