ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শেভ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
শেভ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

মনে করা হয়, সব সময় শুধু মেয়েদের জন্যই সৌন্দর্য পরামর্শ দেওয়া হয়। কিন্তু পুরুষেরও ত্বকের বিষয়ে অনেক যত্নশীল হওয়া প্রয়োজন।

বিশেষ করে যারা প্রতিদিন শেভ করেন। নিয়মিত শেভ করার ফলে ত্বকে তার প্রভাব পড়ে, ত্বক রুক্ষ হয়ে যায়।  
 

এজন্য শেভ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: 

•    সকালে গোসলের পর শেভ করলে সবচেয়ে ভালো হয়। এসময় দাড়ি নরম থাকে, ফলে সহজে শেভ করা যায়। ত্বকও মসৃণ থাকে।  
•    শেভ করার আগে ত্বক ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন
•    ত্বকের সঙ্গে মানিয়ে যায় এমন জেল ও ক্রিম ব্যবহার করুন 
•    অবশ্যই ভালোমানের রেজার ব্যবহার করুন
•    চেপে রেজার টানবেননা, এতে ত্বকের ক্ষতি হয় 
•    ধীরে ধীরে রেজার টানুন 
•    শেভ করার পর অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে নিন
•    শেভিংয়ের জন্য অ্যালকোহলমুক্ত পণ্য ব্যবহার করুন
•    সপ্তাহে একদিন মুখের ত্বককে বিশ্রাম দিন, এদিন শেভ করবেননা 
•    ত্বক মসৃণ রাখতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
•    যদি কখনো বাইরে সেলুনে শেভ করতে হয়, অবশ্যই নতুন ব্লেড ব্যবহার করুন
•    জীবাণুমুক্ত রাখতে সপ্তাহে একদিন রেজার গরম পানিতে ধুয়ে নিন।
বাজারে বিভিন্ন ব্র্যান্ডের শেভিং পণ্য রয়েছে। এগুলোর দাম ও মান যাচাই করে ভালোমানের পণ্য কিনুন।  ফোম ১০০-৫০০ টাকা, জেল ২২০-১০০০ টাকা শেভিং ক্রিম ৫০-১৫০ টাকা, আফটার শেভ ২২০ থেকে ৪৫০ টাকা, রেজার ৩০ থেকে ১২০০ টাকা, অ্যান্টিসেপটিক ৮০-২০০ টাকায় পেয়ে যাবেন।  

টিনএজ থেকেই সাধারণত ছেলেদের মুখে দাড়ি দেখা যায়। যারা প্রথম শেভ করবেন বলে ভাবছেন, তারা পরিবারের বাবা বা বড় ভাইয়ের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।