মহামারি করোনা ঠেকাতে আর কিছুই যখন সেভাবে মানা হচ্ছে না, এই অবস্থায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।
করোনার জন্য মাস্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।
বিশেষজ্ঞরা বলেন
• যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের সবসময় খোলামেলা পরিবেশ থাকা দরকার
• কোভিড-১৯ মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ হওয়ায় অ্যালার্জি বা হাঁপানির রোগীদের মানসিক চাপ আরো বেড়েছে
• যাদের আগে থেকেই অ্যালার্জির ওষুধ খান তাদের এই সময় ওষুধ বন্ধ করা ঠিক হবে না
• অক্সিজেন রক্তপ্রবাহে নেওয়া ও রক্তপ্রবাহ থেকে অক্সিজেন বাতাসে ছেড়ে দিয়ে নিঃশ্বাসের গতি বাড়াতে পাকস্থলি থেকে শ্বাস নিন
• অনেক অ্যালার্জি রোগীর এই সময় মাস্ক পরে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আবার মাস্কের কাপড় থেকেও অনেকের সমস্যা হচ্ছে। অথচ, এখন মাস্ক পরাটাও অত্যন্ত জরুরি
• অ্যালার্জি থাকলে ধোঁয়া ও ধুলা যথাসম্ভব এড়িয়ে চলুন। ঘরের বাইরে গেলে সুতি কাপড়ের মাস্ক ব্যবহার করুন
• মাস্ক ব্যবহারে বেশি সমস্যা হলে ফেসশিল্ড ব্যবহার করুন
• শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসআইএস