ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালে হোটেলে থাকা কতটা নিরাপদ? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
করোনাকালে হোটেলে থাকা কতটা নিরাপদ? 

বিশ্ব করোনা আতঙ্কে পার করছে ২০২০ পুরো বছর। এই করোনাকালের বেশিরভাগ সময় মানুষের কেটেছে নিজের ঘরের চার দেওয়ালের ভেতর।

তবে দিন পাল্টাচ্ছে, ধীরে ধীরে বাজার করা, অফিস করা, টুকটাক অনুষ্ঠানে গিয়ে নিউ নরমাল জীবনযাপনে অভ্যস্ত হতে চেষ্টা করছি আমরা।  
কোনো কারণে যদি এই করোনাকালে বাড়ির বাইরে কোনো হোটেরে রাত কাটাতে হয়, তবে তা কতটা নিরাপদ? 
 

বিশেষজ্ঞরা বলেন, এই সময়ে হোটেলে থাকা নিরাপদ নয়। তারপরও যদি খুব প্রয়োজনে থাকতেই হবে, তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন: 

  • যেখানে সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা রয়েছে,সেই হোটেলের পরিবেশ সম্পর্কে জেনে তারপর হোটেলে রুম বুক করুন
  • হোটেল রুমে ও বাইরে যতটা সম্ভব মাস্ক এবং গ্লাভস ব্যবহার করুন 
  • সময় সময় বেশি করে মাস্ক এবং গ্লাভস রাখুন সঙ্গে 
  • রুমটি পুরোপুরি স্যানিটাইজ করিয়ে নিশ্চিত হয়ে নিন 
  • বাড়ি থেকে নিয়ে যান হোটেলের বিছানার চাদর ব্যবহার করবেন না
  • বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিন 
  • খাবার খাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছতার দিকে খেয়াল রাখুন।  

মহামারি করোনা থেকে সুরক্ষিত থাকতে চেষ্টা করুন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে রাত না কাটাতে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।