যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। কিন্তু আমাদের দেশে প্রায় সব আলোচনায় ঘুরে-ফিরে আসছে নির্বাচন।
২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন জোসেফ রবিনেট "জো" বাইডেন, জুনিয়র।
মিষ্টিমুখ করতে বাইরের মিষ্টি না কিনে, বাড়িতেই খুব সহজে ছানা ছাড়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করুন দারুণ মজার মিষ্টি গোলাপজামুন। জেনে নিন রেসিপি:
উপকরণ: ময়দা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ।
ভাজার জন্য তেল ৫০০ গ্রাম।
সিরা: চিনি ২ কাপ, পানি ৩ কাপ, এলাচগুঁড়া, জাফরান ও গোলাপজল সামান্য। কয়েকটা বাদাম অথবা সামান্য মাওয়া সাজানোর জন্য।
যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে তেল দিয়ে অল্প আচে গরম হতে দিন। এবার অন্য একটি পাত্রে ঘি, ময়দা, বেকিং পাউডার দিয়ে খামির তৈরি করুন। খামির থেকে পছন্দমতো আকারে মিষ্টির বল তৈরি করে তেলে অল্প আঁচে ভাজতে থাকুন।
চিনি ও পানি দিয়ে জ্বাল করে সিরা বানাতে হবে। প্রয়োজনে দুধ দিয়ে ময়লা কেটে নিন। এবার জাফরান দিন।
বলগুলো বাদামি করে ভেজে সিরায় দিন। মিষ্টি দেওয়ার পর চুলা বন্ধ করে গোলাপজল দিয়ে ১০ মিনিট ঢেকে রুখুন। ব্যস ঘরেই তৈরি হয়ে গেল দোকানের লোভনীয় মজাদার গোলাপজামুন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআইএস