সঠিক লাইফস্টাইলের অভাবে ধীরে ধীরে বাড়ছে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সমস্যা৷ আবার ডায়াবেটিস থেকে শরীরে বাসা বাঁধছে নানা অসুস্থতা৷ রক্তে শর্করার মাত্রা বেড়ে ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে সবকটি ছোট ছোট রক্তনালীর ওপর তার প্রভাব পড়ে৷
যেসব লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস হয়েছে কিনা বোঝা যায়:
বিশেষজ্ঞরা বলেন-
• ঘন ঘন প্রস্রাব পায়। কারণ শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে তা কিডনিতে চাপ সৃষ্টি করতে থাকে শরীর থেকে সুগার বের করে দেওয়ার জন্যই এমন হয়
• খুব অল্পতেই হাঁপিয়ে ওঠা ও শরীর দুর্বল হয়ে পড়ে
• ডায়েট বা ব্যায়াম না করেই অনেক বেশি ওজন কমতে থাকা
• বার বার ক্ষুধা লাগে ও অতিরিক্ত তেষ্টা পাওয়া
• দাঁত ও মাড়ির সমস্যা ও চোখে ঝাপসা দেখা
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়
• ডায়াবেটিসে আক্রান্ত রোগীর যৌন অক্ষমতা তৈরি হতে পারে।
শরীরে এই লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই সঠিক চিকিৎসা নিতে হবে।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এসআইএস