ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শিশুদের জন্য জেন্টল পার্কের নতুন কো ব্র্যান্ড ‘পাপপা’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
শিশুদের জন্য জেন্টল পার্কের নতুন কো ব্র্যান্ড ‘পাপপা’

তরুণদের কাছে জনপ্রিয় ফ্যাশন হাউস জেন্টল পার্ক-এর যাত্রা শুরু হয় ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে।  

পোশাকের মুন্সিয়ানায় বৈচিত্র্যতা ও ক্রেতা চাহিদার কারণে জেন্টল পার্ক এখন ১৯টি জেলায় বিস্তৃত করেছে ৪৬টি রিটেইল স্টোর।

এভাবেই ধীরে ধীরে দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে তরুণ তরুণীদের পোশাক তৈরি করেই কেটে গেছে ১৪ বছরেরও বেশি।  

দেশীয় এই ব্র্যান্ডটি এবার আরও একটি পৃথক কো ব্র্যান্ড যুক্ত করেছে, নাম ‘পাপপা’। পরিবারের ছোট সদস্যদের জন্য ফরমাল ও ক্যাজুয়াল উৎসবমুখী বা মৌসুম ভিত্তিক পোশাকই প্রাধান্য পাচ্ছে নতুন এই আয়োজনে।

জেন্টল পার্কের প্রধান ডিজাইনার ও চেয়ারম্যান শাহদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন,  জেন্টল পার্কে যত পোশাক তৈরি হয় তার সবগুলোতেই তারুণ্যের ছাপ থাকে। তরুণ-তরুণীদের জন্য ক্লাসিক এবং পাশ্চাত্য পোশাকের পাশাপাশি কর্পোরেট অফিসিয়াল পোশাক তৈরিতে কাজ করছে জেন্টল পার্ক। মানসম্মত ডিজাইন আউটফিট তৈরিতে দীর্ঘ বছরগুলোর অভিজ্ঞতা শিশুদের নতুন লেবেলটি আনবার পেছনে উৎসাহ যুগিয়েছে।  

এছাড়াও রি ব্র্যান্ডিং-এর ধারাবাহিকতায় ভবিষ্যত প্রজন্মের এই শিশুদের জন্য পাপপা-এর ট্রেন্ডি পোশাকগুলো করা হয়েছে আরামদায়ক কাপড়ে।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।