ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মায়ের থেকেই রূপ ও রূপরক্ষার নিয়ম দু’টিই পেয়েছেন জাহ্নবী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
মায়ের থেকেই রূপ ও রূপরক্ষার নিয়ম দু’টিই পেয়েছেন জাহ্নবী জাহ্নবী

শ্রীদেবী নামটিই যথেষ্ট অপরূপ সৌন্দর্য বোঝাতে। অনেক তারার মাঝে তিনি ছিলেন চাঁদ।

তার রূপের সঙ্গে তুলনা করা যায়, এমন সুন্দরী একজনও নেই বলিউডে। তবে তার ছায়া ভক্তরা খুঁজে পান শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের মধ্যে।  

বলিউডে পা রেখেই অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়ে অনেকের মন জয় করে নিয়েছেন জাহ্নবী। জানভির সৌন্দর্যের অনেকটাই এসেছে মায়ের কাছ থেকে। আর সেই সৌন্দর্য রক্ষার জন্য রূপচর্চার সব টোটকা মায়ের কাছ থেকেই জেনেছেন তিনি।  

মা শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীআসুন জানি জাহ্নবীর রূপ রহস্য: 
•    পেঁপে, কমলা এবং এমনকি তরমুজ দিয়েও রূপচর্চা করেন তিনি 
•    মুলতানি মাটি, চন্দনসহ বিভিন্ন ভেষজের গুঁড়া প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করেন 
•    ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত অ্যাভোকাডো খান এবং এর প্যাক মুখে মাখেন
•    অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে 
•    এটি ত্বকের তারুণ্য ধরে রাখে এবং ত্বকের বলিরেখা দূর হয় 
•    জাহ্নবী চুল সুস্থ ও মজবুত রাখতে মেথি, আমলা ও ডিমের প্যাক ব্যবহার করেন 
•    এসব উপাদান প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং চুলের খুশির সঙ্গে লড়াই করে  
•    ঘুমের আগে সব সময় মেকআপ তুলে ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার মাখেন তিনি
•    এছাড়া প্রচুর পানি পান করেন ও পর্যাপ্ত ঘুমান জাহ্নবী।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।