ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনায় কেন পুরুষের ঝুঁকি বেশি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ৫, ২০২১
করোনায় কেন পুরুষের ঝুঁকি বেশি! 

করোনা কাউকেই ছাড়ে না। শিশু থেকে বৃদ্ধ সবাই রয়েছে করোনা সংক্রমনের ঝুঁকিতে।

তবে নারীর তুলনায় এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যুর বেশি ঝুঁকিতে রয়েছে পুরুষ।  

পুরুষের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলেন-
•    নারীদের চেয়ে পুরুষরা নিয়মিত বেশি বাইরে যান ও বেশি মানুষের সঙ্গে মেশেন 
•    তারা অনেক ধরনের চিন্তায় থাকেন এজন্য অনেকেরই ভালো ঘুম হয় না।  ফলে তাদের করোনা হওয়ার ঝুঁকি অনেক বেশি
•    পুরুষরা বেশি ধূমপায়ী। আর চীনের একটি স্বাস্থ্য গবেষণা এজেন্সি জানিয়েছে, কোভিড ১৯-এ মৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই পুরুষ এবং তাদের অধিকাংশই ধূমপায়ী 
•    উচ্চ রক্তচাপ  ও ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকিও পুরুষের বেশি। আর এসব রোগ থাকলে পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও নারীর থেকে কম হয় 
•    করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হওয়ার পেছনে অবিবাহিত পুরুষের অসচেতনতা, স্বাস্থ্যবিধি নিয়মমতো মেনে না চলা ও অগোছালো জীবনযাত্রাও কিছুটা দায়ি বলে মনে করেন বিশেষজ্ঞরা।  

স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাস্থ্যবিধি মেনে চলা মোট কথা নিজের প্রতি যত্নবান ও সচেতন হলেই  এই মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ঝুঁকি কমানো সম্ভব।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ০৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।