ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

অকল্যান্ডই কেন বিশ্ব সেরা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুন ১০, ২০২১
অকল্যান্ডই কেন বিশ্ব সেরা

ইকনমিস্ট ইন টেলিজেন্স ইউনিটের তালিকা অনুসারে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর অকল্যান্ড।  ইউরোপ বা আমেরিকাকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হওয়ার পেছনে নানা কারণ রয়েছে।

 

অকল্যান্ড আধুনিক এবং সমৃদ্ধ শহর। এখানে বাসিন্দাদের নানান সুযোগ সুবিধা আছে। আসুন জেনে নিই- 

•    স্বাস্থ্যকর এবং সতেজ, বৈচিত্র্যময় খাবারের জন্য বিখ্যাত এই শহর 
•    অকল্যান্ডের আবহাওয়াও চমৎকার। এখানে তাপমাত্রা গড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস
•    চাকরি ও ব্যবসার জন্যও শহরটি ভালো।  বেকারত্ব বর্তমানে বেশ কয়েক বছর ধরে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে
•    এখানে সবাই বন্ধুত্বপূর্ণ ও আর্থিকভাবে সচ্ছল। শহরের মানুষ ফ্যাশন সচেতনও
•    রয়েছে বিলাসবহুল মল, উন্নত জীবনযাত্রার জন্য রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা 
•    পরিবেশ এবং থাকার ব্যবস্থা প্রথম শ্রেণির। জীবনযাত্রার মান বিশ্বের সেরা
•    অবসরে সময় কাটানোর জন্য অকল্যান্ডে রয়েছে চমৎকার সব সৈকত 
•    রাষ্ট্রীয় অনুদানে উন্নত শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা রয়েছে সব নাগরিকের জন্য  
•    এত সব সুবিধার জন্য শহরটি অনেকের কাছেই আদর্শ গন্তব্যস্থান।  

আমাদের প্রিয় শহর ঢাকার অবস্থান এই তালিকায় নিচের দিকে। মানে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭।  আর একেবারে শেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুন ১০, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।