ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সহজেই দূর হবে বিরক্তিকর তিল-আঁচিল 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ৬, ২০২১
সহজেই দূর হবে বিরক্তিকর তিল-আঁচিল 

কপলের কালো তিল আমাদের সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দেয়। শরীরের বিভিন্ন জায়গায় ছোট তিলগুলো আমাদের আরও আকর্ষণীয় করে তোলে।

কিন্তু এই তিল যদি অনেক বেশি হয় বা খুব বড় হলে তা মোটেই সুন্দর থাকে না। আর আঁচিল হলে তো সবাই বিরক্ত।  

এই বিরক্তিকর তিল বা আঁচিল এবার কয়েক সপ্তাহের মধ্যে দূর হবে। তাও আবার কয়েকটি ঘরোয়া উপায়েই। কীভাবে, জেনে নিই আসুন: 

  • এক টুকরো আলু নিন। পাঁচমিনিট ধরে তিল বা আঁচিলের অংশে বারবার ঘষতে থাকুন। দিনে দু’বার করলেই ধীরে ধীরে এই তিল বা আঁচিল মিলিয়ে যাবে 
  • রাতে তিল ও আঁচিলের ওপর নারকেল তেল লাগিয়ে রাখুন খুব সহজেই তিল ও আঁচিলের থেকে মুক্তি মিলবে
  • তিল ও আঁচিলের জায়গাটিতে অ্যালোভেরা জেল লাগান। সুতির কাপড় দিয়ে জায়গাটি ঢেকে রাখুন। দিনে দু’বার করলেই মাত্র ক’দিনেই উপকার পাবেন 
  • কলার খোসার মধ্যে রয়েছে ভেষজ অ্যানজাইম। তিল ও আঁচিলের সমস্যা থেকে মুক্তি পেতে কলার খোসার ভেতরের দিকটি আঁচিলের অংশে চেপে রাখুন সারা রাত।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।