ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সাবধান! ভুলেও জনসনের বেবি পাউডার কিনবেন না

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
সাবধান! ভুলেও জনসনের বেবি পাউডার কিনবেন না

জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টির উপাদান আছে বলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। এবার কোম্পানিটি বিশ্বব্যাপী এই পাউডার বিক্রি বন্ধ ঘোষণা করলো।

 

এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে হাজার হাজার পরিবার এই কোম্পানির বিরুদ্ধে মামলা করার পর সেখানে জনসনের বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

তবে জনসন অ্যান্ড জনসন আবারও বলেছে, কয়েক দশক ধরে অনেক স্বাধীন গবেষণায় তাদের এই বেবি পাউডার নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

কিন্তু তারা ঘোষণা দিয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী তারা ট্যালক-ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

বিতর্ক সৃষ্টির পর থেকে বিশ্বব্যাপী পণ্যটির বিক্রি কমে যায়। এছাড়া মামলাসহ না চাপের মুখেই পণ্যটি বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জনসন অ্যান্ড জনসন। তবে একইসঙ্গে কোম্পানিটি বলেছে, তারা এবার ভুট্টার আটা দিয়ে বেবি পাউডার তৈরি করবে।    

যুক্তরাষ্ট্রের ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, জনসনের বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টির উপাদান আছে এবং তাদের পরিবারের অনেকে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশে জনপ্রিয় এই বেবি পাউডার মুদি দোকান থেকে প্রতিটি প্রসাধনী দোকানেই পাওয়া যায়। সুতরাং শিশুর জীবনের নিরাপত্তার জন্য এই পণ্য আর না কেনাই ভালো।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।