ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বাংলা খাবারের উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
বাংলা খাবারের উৎসব

কম বেশি সবাই খেতে ভালোবাসেন। আর সেই ভোজন রসিকদের জন্য সুখবর নিয়ে এলো গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা হোটেল।

 

হোটেল কর্তৃপক্ষ ১১ আগস্ট বৃহস্পতিবার থেকে বাংলা ফুড ফেস্ট-এর আয়োজন করেছে। বাংলা খাবারের এই উৎসব কেক কেটে উদ্বোধন করেন অভিনেতা নীরব, আসিফ, অভিনেত্রী দীঘি ও গায়ক রাফাত।  

সপ্তাহজুড়ে এই বাংলা খাবারের উৎসবে থাকছে মজাদার সব দেশি খাবারের সমাহার। মরিচ বাটা, ভুনা হাঁসের গোস্ত, ঢাকাইয়া খাশির পায়া, চেপা শুটকির বড়া, কলার মোচা ভর্তা, পেঁয়াজ, লাল মরিচ ও রসুনের চাটনি, নারিকেল দুধে ভেজানো চিতই পিঠাসহ আরো অনেক মজার মজার খাবার।  
 
শুধু খাবারেই উৎসব শেষ নয়, উৎসবে আছে ঐতিহ্যবাহী বাংলা গান, বায়োস্কোপ বুথ, কাব্যিক বইয়ের বুথ, ফ্রি মেহেদী বুথ, ফটো বুথ, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লটারি। এই আয়োজন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত উপভোগ করা যাবে।

বুফে ডিনারের প্যাকেজ মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৭৯৪ টাকা। রয়েছে একটি প্যাকেজ কিনলে অপরটি ফ্রি পাওয়ার সুবিধা।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।