ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

ব্রিটেনে হামলার পরিকল্পনা, কাঠগড়ায় বাঙালি যুবক

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
ব্রিটেনে হামলার পরিকল্পনা, কাঠগড়ায় বাঙালি যুবক আফসর আলী

লন্ডন: ব্রিটেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এক বাঙালি যুবককে।

২৭ বছর বয়সী আফসর আলী নামে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসলামিক উগ্রপন্থায় ঝুঁকে ব্রিটেনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন।

আফসর পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের স্কটস্ট্রিটের বাসিন্দা।

গত ৬ আগস্ট লন্ডনের ওল্ড বেইলি আদালতে আফসরের বিরুদ্ধে অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওলিভার গ্লাসগো আদালতকে বলেন, আফসর আলী মুসলিম অ্যাগেইনস্ট ক্রুসেড দলের নেতা। উগ্রপন্থা ছড়াতে তিনি আবু আব্দুল্লাহর সঙ্গে চারটি ইউটিউব ভিডিওতে অংশ নিয়েছেন।

২০১১ সালের ২ ডিসেম্বর পাকিস্তানে ড্রোন হামলার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে লন্ডনের আমেরিকান দূতাবাসের সামনে থেকে আফসরকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, উগ্রপন্থী দল মুসলিম অ্যাগেইনস্ট ক্রুসেডের সদস্য ওমর বকরির সঙ্গে আফসরের ব্যক্তিগত সম্পর্ক ছিলো।

আফসরের কাছ থেকে জব্দ করা কম্পিউটার ও এমপি থ্রি প্লেয়ারে আল-কায়দার ম্যাগাজিন-৩৯ ওয়েস টু সার্ভ অ্যান্ড পার্টিসিপেইট ইন জিহাদ, বোমা তৈরির প্ল্যান এবং উগ্রপন্থী ধর্মীয় নেতাদের বক্তব্য পাওয়া গেছে, রাষ্ট্রপক্ষ শুনানিতে এসব বিষয় তুলে ধরেন আদালতের কাছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ