ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

লন্ডন

আবদুল গাফ্ফার চৌধুরীর অবস্থা স্থিতিশীল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আবদুল গাফ্ফার চৌধুরীর অবস্থা স্থিতিশীল হাসপাতালে চিকিৎসাধীন আবদুল গাফ্ফার চৌধুরী

ভিয়েনা (অস্ট্রিয়া): লন্ডনের মিডলসেক্সের নর্থউইক পার্ক হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। টানা তিন সপ্তাহের বেশি তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন। 

গাফ্ফার চৌধুরীর মেয়ে বিনিতা চৌধুরী বলেন, গত রোববার (২৬ নভেশ্বর) করা বাবার এমআরআই রিপোর্ট আমরা পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে।

ডায়াবেটিস ও কিডনির সমস্যার সঙ্গে নতুন করে বাঁ দিকের ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। শ্বাসযন্ত্রের জটিলতার কারণে কথা বলতে পারছেন না।  

‘অক্সিজেন মাস্কের সাহায্যে তিনি শ্বাস নিচ্ছেন। ডাক্তাররা বাবার শরীরের সব ধরনের পরীক্ষা অব্যাহত রেখেছেন। ’ 

বিনিতা নিজেও সারক্ষণ বাবার পাশে থেকে তার যত্ন-আত্তি করছেন বলে জানান।  

একইসঙ্গে তিনি তার বাবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ