ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

লন্ডন

ইতালির কাতানিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ইতালির কাতানিয়া আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ইতালির কাতানিয়া শাখা আওয়ামী লীগ। কাতানিয়া সিজিএল হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতানিয়া আওয়ামী লীগ সভাপতি সেলিম মোল্লা।

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নবাব, প্রধান উপদেষ্টা জাকির আকন্দ, সহ-সভাপতি ইয়াসিন পালোয়ান, সিরাজ মুন্সি, শরিফুল ইসলাম খান, আতিকুর রহমান, শাহিন ঢালী, সেলিম ছোহেল, হাবিব দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ, লিটন আলী, রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নয়ন সিকদার, মাসুদ রানা, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, মেয়র আনিসুল হক, মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে গভীর শোক জানানো হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সম্পাদক আক্কাস মাতুব্বারের পরিচালনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখেন এমিলি সাহা।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ