ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

সিডনিতে বর্ষবরণে নানা আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
সিডনিতে বর্ষবরণে নানা আয়োজন

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উপযাপন করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) অস্ট্রেলিয়ায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক ছাত্ররা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বর্ষবরণের অনুষ্ঠানটি উদযাপন করে।

সিডনির কার্স পার্কের নয়নাভিরাম পরিবেশে যথারীতি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এবারের বর্ষবরণ।

এসময় অধিকাংশ মানুষই বাঙালির চিরাচরিত পোশাক পরিধান করে, বৈশাখীর গান গেয়ে এবং ব্যানার ফেস্টুন বা বাংলাদেশের পতাকা বহন করে পরিভ্রমণ করে।  

বর্ষবরণ অনুষ্ঠানে মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো। অনেকেই প্রিয়জন, বন্ধু-বান্ধব ও অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।  

তাছাড়া হরেক রকমের বাঙালি খাবারের আয়োজন করা হয় এ আনন্দযজ্ঞে। তবে এবারের পুরো আয়োজন ঘিরে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ছিলো একটি মহতী উদ্যোগ।  

সেটি হলো- প্রত্যেক সদস্য কমপক্ষে একটা খাবার নিয়ে আসবেন, সবাই একে অপরের খাবার কিনে খাবেন এবং এ সংগৃহীত টাকা ব্যয় করা হবে বাংলাদেশের গরিব ও মেধাবীদের পেছনে। তাদের এ ব্যতক্রমী উদ্যোগটি সব মহলে খুবই প্রশংসিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ