কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত চারটা ২০মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে।
আহতরা সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীনের নাগরিক বলে জানা গেছে। তাদের বয়স ২২-৪০ বছরের মধ্যে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতাল ও স্থানীয় তুং সিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশেপাশের কোনো ভবন থেকে এ গ্রেনেড নিক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের উদ্দেশ্য করেই এ গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত উদ্ধার করা গ্রেনেডটি দেশটির সামরিক বাহিনী বা পুলিশের ব্যবহৃত গ্রেনেডের সঙ্গে মিল নেই বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কে বা কারা, কি উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে এর কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪