ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

৪০ লাখ টাকাকে না!

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
৪০ লাখ টাকাকে না!

কুয়ালালামপুর: মালয়েশিয়ান উড়োজাহাজ এম এইচ-৩৭০ এর যাত্রী অস্ট্রেলিয়ান নাগরিক পল উইক্স’র স্ত্রী ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার ডলার বা বাংলাদেশি ৪০ লাখ টাকা প্রত্যাখান করেছেন।
 
পল উইক্স এর স্ত্রী ড্যানিসা উইক্স জানান ক্ষতিপূরণের থেকে ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ৩৭০ এর পরিণতি কি হয়েছিল তা জানা সবার জন্য জরুরি।

যেকোনো মূল্যের ক্ষতিপূরণই যথেষ্ট নয়। ন্যায় বিচারকে যেকোনো অর্থের বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়া যায় না।  

মালয়েশিয়ান উড়োজাহাজের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, একটি নীতিবাচক মনোভাব নিয়েই এই ক্ষতিপূরণ এর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারের ক্ষতিপূরণের টাকা নেওবার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে।

গত ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স এম এইচ ৩৭০ কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে ২৩৯ নিয়ে নিখোঁজ হয়। পরে কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজটি দক্ষিণ ভারতীয় সাগরে যাত্রা শেষ করে।
 
 বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ