ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি গার্মেন্টসে চুরি

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
মালয়েশিয়ায় বাংলাদেশি গার্মেন্টসে চুরি

কুয়ালালামপুর: মালয়েশিয়ার ওয়াংচু মাজু এলাকায় বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টসের কার্যালয় থেকে প্রায় ২০ হাজার রিঙ্গিত (টাকার মূল্যমানে ৫ লাখ) নিয়ে পালিয়েছে দেশি শ্রমিক।
 
গত বৃহস্পতিবার প্রীতি এসডিএন বিএইচডি গার্মেন্টস কোম্পানির কার্যালয় থেকে ১৯ হাজার ৫০০ রিঙ্গিত নিয়ে পালিয় যায় দুই বাংলাদেশি শ্রমিক সুজন ও সাবলু।


 
কোম্পানির মালিক জানান, সুজন ও সাবলু ৫ বছর ধরে তার কোম্পানিতে কাজ করছিল। তাদের যাবতীয় সুযোগ সুবিধাও কোম্পানি  বহন করত। সময়মত বেতন দেওয়া থেকে শুরু করে কোনো প্রকার কার্পণ্য করত না কোম্পানি। তাদের ভিসাও কোম্পানি করে দিয়েছে। কিন্তু লোভে পড়ে সুজন ও সাবলু টাকা চুরি করে। ইতিমধ্যে সাবলু বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
 
এই দুইজনের বিরুদ্ধে শেতাপাক বালাই পুলিশে চুরি মামলা করা হয়েছে।

পালিয়ে যাওয়া ওই দুই শ্রমিকের বাড়ি বগুড়া জেলার মঙ্গলহাট থানায়।

বাংলাদেশ সময় : ০২১৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ