ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম

মাজেদুল নয়ন ও মোহাম্মদ আল-আমিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
মালয়েশিয়ায় নতুন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম মো. শহীদুল ইসলাম

ঢাকা: মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মো. শহীদুল ইসলাম। কুয়ালালামপুর এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।



চলতি মাসের ২২ তারিখেই রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে অভিজ্ঞ এ কূটনীতিকের।

কুয়ালালামপুর দূতাবাসের একটি সূত্র জানায়, রাষ্ট্রদূত হিসেবে শহীদুল ইসলামের বিষয়টি শোনা গিয়েছে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা হয়নি। তবে সৌদি আরবের রিয়াদ দূতাবাস সূত্র জানিয়েছেন, শহীদুল ইসলামই যাচ্ছেন মালয়েশিয়াতে। এ সপ্তাহের মধ্যেই তার রিয়াদ ছাড়ার কথা রয়েছে।

সৌদি আরবে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। আর মালয়েশিয়ায় দ্বিতীয়। সেদিক বিবেচনায় বড় শ্রমবাজারে দায়িত্ব পালনে অভিজ্ঞতাসম্পন্ন শহীদুল ইসলাম মালয়েশিয়ায় নিযুক্ত হলে প্রবাসীদের সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলেই সকলের ধারণা।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪


** ২২ ডিসেম্বর মালয়েশিয়ায় শেষ দিন আতিকুর রহমানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ